মানসিক চিকিৎসক–সংকট কাটাতে যা করা যায়
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় বাংলাদেশে মনোরোগ চিকিৎসার দুরবস্থা নিয়ে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেনের একটি লেখা বেরিয়েছে। তাঁর লেখার ওপর মনোরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদের প্রতিক্রিয়া এবং সেই পরিপ্রেক্ষিতে তৌহিদ হোসেনের মন্তব্যও প্রকাশিত হয়েছে। পেশাগত আগ্রহের কারণে তিনটি লেখাই আমি পড়েছি। কিছু তথ্য নিয়ে দ্বিমত সত্ত্বেও তিনটি লেখারই একটি অভিন্ন সুর স্পষ্ট, আর তা হচ্ছে, বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসাব্যবস্থা অপ্রতুল, বিশেষজ্ঞের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। এ সমস্যার সমাধানে এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা পরিস্থিতির উন্নয়নে অপর্যাপ্ত।