![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Jun/01/1622557621429.jpg&width=600&height=315&top=271)
টিকার মিশ্রণে কানাডার সুপারিশ
বিশ্বব্যাপী প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের টিকা সময়মতো না পাওয়ায় একটা শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে অনেকের মনেই একটা প্রশ্ন, করোনার অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ অন্য কোন কোম্পানির গ্রহণ করলে অসুবিধা হবে কিনা। যদিও এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কোন গাইউলাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়নি।
তবে টিকার মিশ্রণে নানা প্রশ্ন থাকলেও কানাডা সরকার তাদের দেশে টিকা মিশ্রণে সুপারিশ করবে বলে জানিয়েছে। এজন্য দেশটি নতুন করে টিকা গাইডলাইন তৈরি করতে যাচ্ছে।