![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchargat-20210601162929.jpg)
আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন করোনা রোগী
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে আঙ্গুরা বেগম (৫৫) নামের এক করোনা পজিটিভ রোগী পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১ জুন) চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল ইসলাম রবিন বলেন, করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষায় ফল পজিটিভের খবর জানতে পেয়ে তিনি পালিয়েছেন।