![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/01/image-248233-1622539092.jpg)
যুক্তরাষ্ট্র-ডেনমার্কের গুপ্তচরবৃত্তিতে জবাব চায় জার্মানি-ফ্রান্স
ইত্তেফাক
প্রকাশিত: ০১ জুন ২০২১, ১৫:১২
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলসহ ইউরোপীয় নেতাদের পেছনে গুপ্তচরবৃত্তি করছে। মার্কিন গোয়েন্দাদের এই কার্যক্রমে সাহায্য করেছে ডেনমার্কের গোয়েন্দারা। এ নিয়ে এবার সরব হয়েছেন আঙ্গেলা মেরকেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের কাছে জবাব চেয়েছেন তারা। খবর ডয়েচে ভেলে।