![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Fe3150bdf-f2e3-4ef2-b6da-2162ce5684f0%252FMa.jpg%3Frect%3D0%252C168%252C896%252C470%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
চুরির সাড়ে পাঁচ মাস পর সন্তান ফেরত পেলেন মা
মো. নঈম (৩৭) ও তসলিমা ঝরনা (২৮) দম্পতি থাকেন চট্টগ্রাম রেলস্টেশন কলোনি এলাকায়। তাঁদের একটি শিশুসন্তান আছে। নাম ফারহান। সুলতানা বেগম নামের এক প্রতিবেশী নারী প্রায়ই তাঁদের বাসায় আসতেন। বাসায় এসে তিনি ফারহানকে আদর করতেন। এভাবে আদর করার ছলে সাড়ে পাঁচ মাস আগে ফারহানকে চুরি করে নিয়ে যান সুলতানা। পরে তিনি শিশুটিকে সিলেটে মোহাম্মদ ইসমাইল নামের এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেন।
গতকাল সোমবার রাতে সিলেটের হবিগঞ্জের বাহুবল এলাকা থেকে আট মাস বয়সী শিশু ফারহানকে উদ্ধার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সুলতানা ও ইসমাইল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরত
- উদ্ধার
- শিশু
- চুরি
- নেজাম উদ্দিন
- বাংলাদেশ পুলিশ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে