‘আমে’ ঝুলে আছে লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চলছে। সীমান্তবর্তী আরও সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি। ওই সাত জেলায় লকডাউন জারি করতে দেরি হলে সঙ্কট বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩১ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আলাপ করবো যে উনারা (মন্ত্রিপরিষদ) কবে থেকে লকডাউন দেবেন। আমাদের পরামর্শ হচ্ছে, যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানে লকডাউন দেওয়া।