
দেশের অন্যান্য স্থানে কোভিড পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও সীমান্তবর্তী জেলাগুলো থেকে উদ্বেগজনক খবর আসছে। ইতিমধ্যে সেখানে সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। করোনা রোগী বাড়ার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আরও সাতটি জেলা ‘লকডাউন’ করার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগেই লকডাউন ঘোষণা করা হয়েছিল। বিশেষজ্ঞ কমিটি নতুন করে যে সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে, সেগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।