You have reached your daily news limit

Please log in to continue


আইলে কোপ দিতেই বেরিয়ে এল বিষধর সাপের ৬০টি ডিম

যশোরের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বিষধর সাপের ৬০টি ডিম। সোমবার (৩১ মে) সন্ধ্যার দিকে যশোর সদরের গাওঘরা গ্রাম থেকে বন্যপ্রাণী অপরাধ দমন কর্মকর্তা মো. হাফিজুর রহমান ওই ডিমগুলো উদ্ধার করেন।

যশোরের গ্রীন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ জানান, গাওঘরা গ্রামের আসাদুল ইসলাম রোববার (৩০ মে) গ্রামের মাঠে তার জমির আইলে লাগানো গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন। এসময় কোদালের আঘাতে গাছের শিকড়ের নিচ থেকে ৪৫টি বড় এবং ৩০টি ছোট আকারের ডিম বেরিয়ে আসে। কোদালের আঘাতে মারা যায় একটি বিষধর সাপ। সে সময় কিছু ডিম ভেঙেও যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন