![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Ff0bcc1ce-ce14-493f-8661-02357ee34eda%252F28629871-dba2-4a37-bf5d-b97758f442bf.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
নতুন গরিবদের কী হবে
করোনায় গরিব মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জীবন ও জীবিকা হুমকিতে পড়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়েছেন, অনেকের আয় কমেছে। গবেষণার তথ্য অনুযায়ী, করোনার কারণে নতুন করে গরিব হয়ে গেছেন কমবেশি প্রায় আড়াই কোটি মানুষ।
অথচ আগামী বাজেটে এই গরিবদের জন্য বিশেষ কোনো বরাদ্দ থাকছে না। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে মাত্র, যার সঙ্গে নতুন গরিবের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণত দারিদ্র্যসীমার নিচে বসবাস করা
জনগণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া হয়। বাংলাদেশে এখন ১২৩টি এমন কর্মসূচি আছে। আগামী বাজেটে এই কর্মসূচিগুলোই অব্যাহত রাখা হবে। আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে মাত্র আট হাজার কোটি টাকা বেশি।