ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, দোসর ঝোড়ো হাওয়া

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ০১ জুন ২০২১, ০৯:৩৩

আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিনও মহানগরী সাক্ষী থাকতে পারে কয়েক পশলা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনাও থাকছে।


এদিন শহরের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার কথা। হাওয়া অফিস জানাচ্ছে, আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আলিপুর জানায়, আচমকা বৃষ্টির জেরেই তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও