কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘূর্ণিঝড় ইয়াস রেখে গেছে ক্ষতচিহ্ন

ইত্তেফাক পাথরঘাটা প্রকাশিত: ০১ জুন ২০২১, ০৯:০৪

ঘূর্ণিঝড় ইয়াস বিদায় নিলেও পাথরঘাটা উপজেলায় রেখে গেছে তার ক্ষতচিহ্ন। ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে অতিমাত্রায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের নোনা পানি ঢুকে বাঁধের ভেতরে ও বাহিরে পুকুর তলিয়ে গেছে। জোয়ারের উচ্চতা কমলেও খালে-বিলে জলাবদ্ধতা থাকায় নোনা পানির কারণে রান্না ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।


জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে আউশ বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ, পানের বরজ, হলুদ চাষের মাঠ, কাঁচা মরিচের মাঠ। গতবারের ঘূর্ণিঝড়ের চেয়েও এবারের ইয়াসে দেড় ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। পাথরঘাটার হরিণঘাটা সৃজিত বন থেকে দুটি হরিণ লোকালয়ে এসেছে। একটি হরিণ কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে। তার এক দিন পরে আরেকটি হরিণশাবক নোনাপানিতে ভেসে লোকালয়ে আসায় হরিণঘাটা ফরেস্ট অফিসে চিকিৎসা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও