কক্সবাজারের ঘোড়ার মৃত্যু নিয়ে আইনি নোটিশ পরিবেশ সংগঠনগুলোর

বিবিসি বাংলা (ইংল্যান্ড) কক্সবাজার সদর প্রকাশিত: ৩১ মে ২০২১, ১৬:১৮

কক্সবাজারের রাস্তায় অবহেলিত অবস্থায় পড়ে আছে ঘোড়া, মৃত্যুও হয়েছে বেশ বড় সংখ্যায়- এমন তথ্য পেয়ে পরিবেশ ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করে এমন তিনটি সংগঠন মিলে একটি আইনি নোটিশ দিয়েছে।


সংগঠন তিনটি হলো- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি যা বেলা নামে পরিচিত, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি ও পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।


ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি বা ইয়েসের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, "আমরা আইনি নোটিশ দিয়েছি এবং এখন পাঁচদিনের মধ্যে একটা উত্তর চাই। আমাদের আইনি নোটিশে মূলত বিপন্ন অবস্থায় থাকা ঘোড়াগুলোর একটা ব্যবস্থা করে দেয়ার আর্জি আছে এবং এখন পর্যন্ত যেসব ঘোড়া মারা গেছে তার ব্যাপারে সুষ্ঠু একটা জবাব চাইছি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও