You have reached your daily news limit

Please log in to continue


প্রেমিকাকে প্রতারণা! গ্রেফতার Kangana Ranaut-এর দেহরক্ষী

অবশেষে গ্রেফতার করা হল অভিনেত্রী Kangana Ranaut-এর দেহরক্ষীকে। জানা গিয়েছে কর্নাটকে তার গ্রাম থেকেই গ্রেফতার হয়েছে কুমার হেগড়ে (Kumar Hegde)। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ঠকানোর অভিযোগে শনিবার মান্ডিয়ার হেগ্গাদাহালি থেকে মুম্বই পুলিশ কুমার হেগড়েকে গ্রেফতার করে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর কুমার পালিয়ে আসে তার গ্রামে। অভিযুক্তর বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ দাবি করা হয় ২০২০ সালের জুন মাসে ওই মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় কুমার হেগড়ে। কুমারকে বিশ্বাস করে তার সঙ্গে লিভ-ইন করাও শুরু করেন অভিযোগকারিনী। গত আট বছর ধরে একে অপরকে চিনতেন তাঁরা। মহিলার বক্তব্য, শুরুতে শারীরিক সম্পর্কে তিনি রাজি ছিলেন না। কিন্তু তাঁকে নানাভাবে বুঝয়ি একপ্রকার জোর করেই সম্পর্ক স্থাপন করে Kumar Hegde। এখানেই শেষ নয়, মায়ের অসুস্থতার কথা শুনিয়ে তাঁর থেকে ৫০ হাজার টাকা ধারও নেয় Kangana Ranaut-এর এই দেহরক্ষী। তারপর থেকেই বেপাত্তা ছিল সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন