পশ্চিমবঙ্গের নির্বাচন কি আমাদের জন্য অনুকরণীয় হতে পারে?
সম্ভবত সেদিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছিল। একজন উপজেলা চেয়ারম্যানের খাস কামরায় বসেছিলাম। কক্ষে উপবিষ্ট একজন গৃহবধূ জি-২৪ ঘণ্টা চ্যানেল দেখতে চাইলেন। উদ্দেশ্য উত্তেজনাপূর্ণ ভোটকেন্দ্রের দৃশ্য উপভোগ। জেনেছিলাম সহজ-সরল গাঁয়ের বধূটি একজন জনপ্রতিনিধি। নির্দোষ কৌতূহলে ভর করে তার পাশে বসে থাকা মহিলা ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন- ভারতে কি এ দুটো দলই আছে? তিনি বলে চললেন- জানেন ভাবি, ওখানকার নির্বাচনের একটা ইভেন্টও আমি মিস করি না। ভীষণ ভালো লাগে। একদম সিনেমার মতো মারপিট। লাঠি, বাঁশ, দা, বোমা- আরও কত কী! ওই দেখেন, বলেছিলাম না? তারা নিচুস্বরে কথা বলছিলেন। আর আমি ভাবছিলাম- গণতন্ত্রের পদ্ধতিগত গম্ভীর অনুশীলন আজ কোন চেহারা নিয়েছে! পরিণত গণতন্ত্রের জন্য এর চেয়ে কদর্য বিজ্ঞাপন আর কী হতে পারে!