সম্ভবত সেদিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছিল। একজন উপজেলা চেয়ারম্যানের খাস কামরায় বসেছিলাম। কক্ষে উপবিষ্ট একজন গৃহবধূ জি-২৪ ঘণ্টা চ্যানেল দেখতে চাইলেন। উদ্দেশ্য উত্তেজনাপূর্ণ ভোটকেন্দ্রের দৃশ্য উপভোগ। জেনেছিলাম সহজ-সরল গাঁয়ের বধূটি একজন জনপ্রতিনিধি। নির্দোষ কৌতূহলে ভর করে তার পাশে বসে থাকা মহিলা ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন- ভারতে কি এ দুটো দলই আছে? তিনি বলে চললেন- জানেন ভাবি, ওখানকার নির্বাচনের একটা ইভেন্টও আমি মিস করি না। ভীষণ ভালো লাগে। একদম সিনেমার মতো মারপিট। লাঠি, বাঁশ, দা, বোমা- আরও কত কী! ওই দেখেন, বলেছিলাম না? তারা নিচুস্বরে কথা বলছিলেন। আর আমি ভাবছিলাম- গণতন্ত্রের পদ্ধতিগত গম্ভীর অনুশীলন আজ কোন চেহারা নিয়েছে! পরিণত গণতন্ত্রের জন্য এর চেয়ে কদর্য বিজ্ঞাপন আর কী হতে পারে!
You have reached your daily news limit
Please log in to continue
পশ্চিমবঙ্গের নির্বাচন কি আমাদের জন্য অনুকরণীয় হতে পারে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন