![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fd078d676-c7e8-4424-8fcc-5898c8060a45%252F9c3173db-8760-47d8-a813-465011e39db7.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
বড়রা পেয়েছে বেশি, ছোটরা অনেক কম
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২১, ১০:৫৯
করোনাভাইরাসের কারণে দেশের প্রায় সব খাতই ক্ষতিগ্রস্ত। ক্ষতি কাটিয়ে টিকে থাকতে প্রণোদনা প্যাকেজের অংশ হিসাবে ব্যাংকের মাধ্যমে প্রায় এক লাখ কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। সরকার এই ঋণের সুদহারে ভর্তুকি দেয়। এতে সুদের হার কমে হয়েছে ৪-৫ শতাংশ। আর প্রণোদনা তহবিলের এই কম সুদের ঋণের বড় অংশই পেয়েছে বড় শিল্পগ্রুপ ও প্রভাবশালীরা।