![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/31/og/085455_bangladesh_pratidin_sushant.jpg)
বন্ধুকে গ্রেফতারের পর এবার সুশান্তের ২ গৃহকর্মীকে তলব
বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় এখনো তদন্ত শেষ হয়নি। সম্প্রতি সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করা হয়। এর এক দিনের মধ্যেই সুশান্ত সিংয়ের গৃহকর্মীদের তলব করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের নিজ বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়।
এনসিবি সূত্রে খবর, সিদ্ধার্থের মতো মাদক সংক্রান্ত মামলার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে নীরজ এবং কেশবকে। সুশান্তের মৃত্যুর পরে শোনা গিয়েছিল, অভিনেতাকে মাদক সরবরাহ করায় দুই ব্যক্তির হাত রয়েছে। তখনও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।