ভোলায় প্রাণিসম্পদের বিপুল ক্ষতি

প্রথম আলো দৌলতখান প্রকাশিত: ৩১ মে ২০২১, ০৮:০৬

বিধবা বিবি মরিয়মের (৪১) বসবাস ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যানবাজার-পাটওয়ারীবাজার সড়কের পাশের টংঘরে। গরু, ছাগল, ভেড়া বর্গা নিয়ে পালন করে কোনো রকমে সংসার চালান তিনি। গত সোমবার জোয়ার-জলোচ্ছ্বাসের সময় তাঁর দশটি গবাদিপশু মাঠে ছাড়া ছিল। পানি নামার পর দুটি গরু, তিনটি ভেড়া আর খুঁজে পাননি। এগুলো জোয়ারের পানিতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।


এভাবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ার–জলোচ্ছ্বাসের কারণে বিবি মরিয়মের মতো ভোলার আরও বহু মানুষের গবাদিপশু ভেসে গেছে বা মারা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, ইয়াসের প্রভাবে টানা ছয় দিনের (সোম-শনিবার) জোয়ার-জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়েছে ভোলার প্রায় ৬৫ হাজার গবাদিপশু–হাঁস–মুরগি। মারা গেছে ৭ হাজার ৪১৪টি পশু-হাঁস–মুরগি। খামারিদের ক্ষতি হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকার। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও