জার্মানিতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
বিশ্বের অন্যান্য দেশের মত জার্মানিতেও উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণের মত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা একই দিনে হওয়ায় দিনটি বৌদ্ধ ধর্মালাম্বীদের কাছে পবিত্র দিন হিসেবে বিবেচিত। জার্মানিতে দিনটি ধর্মীয় নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
মৈত্রী, করুণা আর প্রজ্ঞায় অশান্ত জগৎকে শান্ত এবং সকল প্রকার দুঃখ থেকে মানবের মুক্তির পথপ্রদর্শক হিসেবে এই দিনটিতে নেপালের লুম্বিনী কাননে গৌতম বুদ্ধ আবির্ভূত হোন। ২৯ বছর বয়সে গৃহত্যাগের পর দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে ৬ বছর কঠোর সাধনা শেষে ৩৫ বছর বয়সে লাভ করেন বিশেষ বোধিজ্ঞান বা বুদ্ধত্ব।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদযাপন
- বৌদ্ধ পূর্ণিমা