ফিলিস্তিনি শিশুটি ছবি আঁকত, স্বপ্ন দেখত চিকিৎসক হওয়ার

সময় টিভি ফিলিস্তিন প্রকাশিত: ৩১ মে ২০২১, ০৩:৩০

ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে ফিলিস্তিনি শিশুটি বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে তুরস্কের পতাকাও এঁকেছিল। রাফিফ ইবু দায়ির নামের ১১ বছর বয়সী শিশুটি বাড়ির লনে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল। তখন কাছের একটি ব্যবসায়িক কেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি বাহিনী।


সেই বোমার শ্রাপনেলে নিহত হয় রাফিফ ও তার চাচা জিয়াদ ইবু দায়ির। তার সর্বশেষ ছবিতে ছিল বাড়ির কাছের একটি বিধ্বস্ত ভবন। নিহত হওয়ার আগে প্রায়ই নিজের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী দিত শিশুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও