কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাড়ে তিন কোটি টাকার কাজ এলাকাবাসীর উদ্যোগে

প্রথম আলো হাতিয়া প্রকাশিত: ৩০ মে ২০২১, ২২:৩৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার ভাঙন এখন তীব্র। পাড় ভেঙে লোকালয়ের দিকেই এগোচ্ছে নদী। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি প্রকল্পও নেয়। কিন্তু নানা জটিলতায় আটকে গেছে সেই প্রকল্প। উপায় না দেখে নিজেরাই উদ্যোগী হলেন নদীপারের মানুষ। নিজেদের টাকায় হাত দিলেন নদীর তীর রক্ষার কাজে। ফেলছেন জিও ব্যাগ। এই কাজে ব্যয় হবে সাড়ে তিন কোটি টাকা। গত এক মাসে সংগ্রহ হয়েছে ৬৮ লাখ টাকার বেশি।


আজ রোববার সকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির কারণে উদ্বোধনের আয়োজনটি ছিল সংক্ষিপ্ত পরিসরে। হাতিয়ার নলচিরা ঘাটে এই উদ্বোধন অনুষ্ঠানে হাতিয়া উপজেলা নদী শাসন ও তীর সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও