শাহরুখ খান ও গৌরী দম্পতির তিন সন্তান। আরিয়ান খান, সুহানা ও আবরাম খান। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনজনই তুমুল জনপ্রিয়। কদিন আগেই সুহানা ২০ বসন্ত পার করে পা দিলেন ২১-এ। সেই উপলক্ষে মা গৌরী খান টুইটারে জানিয়েছিলেন শুভেচ্ছা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
গৌরী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুহানা। আমরা তোমাকে আজ ভালোবাসি, গলকালও ভালোবেসেছি, আগামীকালও বাসব।’ এই পোস্টেই একজন গৌরীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই যে শুনুন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি লাখ টাকার বেশি কামাই করি।’
You have reached your daily news limit
Please log in to continue
সুহানার হাতব্যাগের দামই তিন লাখের বেশি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন