![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F05%2F26%2F4a030eb8126926327b53b9c92a8e770c-60ae7e0d47f00.jpg%3Fjadewits_media_id%3D728736)
বারডেমের সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসেই মারা গেছেন
রাজধানীর বারডেম হাসপাতালে মারা যাওয়া সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েই মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৫ মে ওই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করেছিলেন চিকিৎসকরা। আজ রবিবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন রবিবার (৩০ মে) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।