![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F4738954d-6bfe-4284-be31-bdaca1875976%252Fkill.png%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বগুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিহাব উদ্দিন ওরফে বাবু (৩২) নামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাবরুল বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।