![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F91ce40c2-6e86-449f-89de-ea899838900c%252FPhoto_by_Rashmika_Mandanna_on_January.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
রাশমিকার হৃদয়জুড়ে শুধুই প্রভাস
রাশমিকা মান্দানার জনপ্রিয়তা দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে সারা ভারতে ক্রমে ছড়িয়ে পড়ছে। বলিউডে অভিষেকের আগেই তাঁকে ঘিরে হিন্দি সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। রাশমিকার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। ‘ডিয়ার কমরেড’ ছবির পর সু–অভিনেত্রী হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে রাশমিকার আবার প্রভাসের ওপর ‘মেজর ক্রাশ’ আছে। রাশমিকার হৃদয়জুড়ে কেবলই প্রভাস।