Coronavirus in India: অতিমারিতে ত্রাণের কাজে লিপ্ত বিজেপি, বিরোধীরা কাটাচ্ছেন নিভৃতবাসে: নড্ডা

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৯:২৭

করোনা পরিস্থিতিতে বিজেপি-র নেতা-কর্মীরা যখন ত্রাণের কাজে ব্যস্ত, সে সময় ‘নিভৃতবাস’ কাটাচ্ছেন বিরোধীরা। রবিবার এ ভাবেই বিরোধীদের দিকে আক্রমণ শানালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তাঁর দাবি, দেশ জুড়ে দুর্গত মানুষজনের পাশে দাঁড়াতে বিজেপি-কে দেখা যাচ্ছে। কিন্তু বিরোধীদের উপস্থিতি কেবলমাত্র টিভি প্যানেলে এবং টুইটারের মতো ভার্চুয়াল জগতে।


কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার ‘সেবা দিবস’ উদ্‌যাপন করছে বিজেপি। তার অঙ্গ হিসাবে রবিবার দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন নড্ডা। নিজের ভাষণে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “অতিমারির সময় বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তবে এই সময় বিরোধীরা গৃহ নিভৃতবাসে চলে গিয়েছেন। তাদের কোথাও দেখা যাচ্ছে না। বিরোধীদের কেবলমাত্র টিভি প্যানেলে আর টুইটারে দেখা যাচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও