গাজীপুরে পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বাংলাদেশ প্রতিদিন গাজীপুর প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৮:৫২

গাজীপুরের বাঘের বাজার এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয় এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও