![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F30%2F4.jpg%3Fitok%3D8dIMHPZT)
সময় টিভির আফজালের মামলা প্রত্যাহারের দাবি
দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করায় সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে আইন, আদালত ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। একইসঙ্গে দুর্নীতিবাজ নাজির আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটি।
আজ রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের মূল ফটকে সংগঠনটির এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীতে মামলা করেছেন নাজির আলমগীর। দুর্নীতির অভিযোগে নাজিরের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে এবং এর তদন্ত চলছে।