বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে
দিন পার হলেই জুন মাসের শুরু। আমাদের আর্থিক বছর জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু করে চলে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। সাধারণত জুনের প্রথম সপ্তাহেই জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট প্রস্তাব আকারে উত্থাপিত হয়। এবারের বাজেট ৩ জুন উত্থাপিত হওয়ার দিন ধার্য করা হয়েছে। প্রায় সপ্তাহ তিনেক ওই বাজেটের নানা দিক নিয়ে মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করেন। সব ধরনের সংযোজন-বিয়োজন-পরিমার্জন শেষে জুনের শেষ সপ্তাহে সংসদ বাজেটকে চূড়ান্ত অনুমোদন দেয় এবং তা ১ জুলাই থেকে কার্যকর হয়।
- ট্যাগ:
- মতামত
- বাজেট বাস্তবায়ন
- দক্ষতা বৃদ্ধি