![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fe3de67fa-dc85-4fb0-9728-129940d15600%252FSadman.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1575%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আবার করোনা পজিটিভ সাদমান!
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৫:৩৭
আবারও করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ সাদমান ইসলাম। এর আগেও একবার কোভিড পজিটিভ হয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর আগে নতুন করে করা পরীক্ষায় পজিটিভ আসে লিজেন্ড অব রূপগঞ্জের এই ব্যাটসম্যানের। তবে এটি ফলস পজিটিভ হওয়ারই সম্ভাবনা বেশি।
এদিকে গত শুক্রবার পরীক্ষায় করোনা পজিটিভ হন ইমরুল কায়েস ও তুষার ইমরান। নিশ্চিত হতে গতকাল শনিবার আবার করোনা পরীক্ষা হয় এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। গতকালও করোনা পজিটিভ আসায় এখন আইসোলেশনে থাকতে হচ্ছে ইমরুল ও তুষারকে। বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিষয়টি জানিয়েছেন, ‘যেহেতু দুবার পজিটিভ এসেছে। তাই কমপক্ষে ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে