![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fframe-1-20210530162831.jpg)
ভাবির সঙ্গে পরকীয়ার জেরে দেবর খুন
নেত্রকোনার পূর্বধলায় লাক মিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগে তার বড় ভাই তারা মিয়া (২৩) ও ভাবি রুমা আক্তারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। ভাবির সঙ্গে পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ডটি ঘটে। রোববার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
ভাবির সঙ্গে পরকীয়ার জেরে ছোট ছেলে লাক মিয়া খুন হয়েছেন এমন অভিযোগ এনে শনিবার (২৯ মে) বিকেলে বড় ছেলে তাঁরা মিয়া ও পুত্রবধূ রুমা আক্তারকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা আবু সিদ্দিক ফকির।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে