কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যশোরে ভারতফেরত আরও দুজনের করোনা শনাক্ত

প্রথম আলো যশোর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৪:৩৬

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরও দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ১৫ মে ওই দুই ব্যক্তি বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরেন। তাঁদের একজনের বয়স ২০ বছর; অপরজনের ৪৭।


ওই দুজনকে যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল শনিবার ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ রোববার পাওয়া ফলাফলে ওই দুজন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। এরপর তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও