পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলো পঞ্চগড় সদর প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৪:১৩

হাতে নীল রঙের পলিব্যাগে কিছু কাপড়চোপড় নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। এ সময় বিষয়টি নজরে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমানের। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে হিন্দি ভাষায় উত্তর দেন। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখে তাঁকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।


গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা নারায়ণপুর-মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি। এ সময় বিজিবির শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও