মাদকবিরোধী অভিযান, শুরু হোক পরিবার থেকে

জাগো নিউজ ২৪ তুষার আবদুল্লাহ প্রকাশিত: ৩০ মে ২০২১, ১১:৩৭

আমার কাছে একটি আর্তচিৎকার ভেসে এসেছিল- ‘শয়তান লোকটা সব ভেঙেচুড়ে বের হয়ে গেছে। মাকে, আমাকে বাঁচান ।’ এক শিশুর টেলিফোনে সেদিন ঘুম ভেঙেছিল। শিশু যাকে শয়তান বলে ডেকেছিল, সে ওই শিশুর বাবা। প্রকৌশলী ওই বাবা স্থানীয় মাদকাসক্তদের সঙ্গে বন্ধুত্বে জড়িয়ে পড়েছিল।


অনিয়মিত হয়ে পড়ে চাকরিতে। পরিবারে শুরু হয় অস্থিরতা। শিশুটি তার বাবার কাছে ভয়ে যেত না। মায়ের ওপর অত্যাচার শুরু করলে ফোন করে বা চিৎকার করে লোক জড়ো করতো। ওর বাবার কাছে থাকা ভিজিটিং কার্ড দেখেই ফোন করেছিল আমাকে। দীর্ঘদিন পরিবারটির দিকে নজর রেখেছি আমি। কতো যে বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে মা ও শিশুকে। অবশেষে বড় এক বিপর্যয় কাটিয়ে শিশুটির বাবা স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়ায় আছেন। খুব কাছের অনেক পরিবারকে জানি, যারা তাদের সন্তানের মাদকাসক্তির কথা জানেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও