ব্যবহৃত টি-ব্যাগ কত কাজে লাগে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ মে ২০২১, ১০:১৬

অনেকেরই আজকের সকালটা শুরু হয়েছে এক কাপ গরম চা দিয়ে। এরপর সারাদিনে চলবে আরও কয়েক কাপ! ব্যস্ত দিনের মাঝে এক কাপ চা যেন ক্লান্তি মেটায় সারা শরীরের।


সময় বাঁচাতে আজকাল আমরা অনেকেই টি-ব্যাগ দিয়ে চা বানাই। চা বানানোর পর এই জিনিসটা কিন্তু ফেলনা নয়। চা খাওয়া ছাড়া আরও অনেক কাজেই লাগতে পারে টি-ব্যাগ। জেনে নিন কী কাজে লাগে ঘরোয়া উপকরণটি।


 


পোকামাকড় তাড়ায়


 


পোকামাকড়ের যন্ত্রণায় অনেকেই কাতর। গরম পানিতে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই পানিতে দু'ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুরসহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও