![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F05%2F30%2F509bc729f49a98cc96a74b5662d2e339-60b2acba9fdff.jpeg%3Fjadewits_media_id%3D729127)
‘কৌশলগুলোর বাস্তবায়ন কঠিন হবে না’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৯:০৩
নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা ‘ডেল্টা প্ল্যান-২১০০’কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে আলোচিত ‘ডেল্টা প্ল্যান-২১০০’তে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দিয়েছে পরিকল্পনা কমিশন। কমিশন বলেছে, টেকসই ভূমি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন।