৩ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য বুকিং করলেন ৫০ হাজার মানুষ

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৮:৪৮

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কোভিশিল্ডের (Covishield) প্রথম ডোজের (Corona Vaccine) দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুক্রবার থেকেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করেছিল পুরসভা। শুক্রবার সকাল ১১টা থেকে খুলে দেওয়া ওই নম্বরে দুপুর ২টো পর্যন্ত, অর্থাৎ মাত্র তিন ঘণ্টায় ৫০ হাজার জন নাম নথিভুক্ত করেছেন। শনিবার ওই রেজিস্ট্রেশন ধরেই ৯১টি পুর স্বাস্থ্যকেন্দ্র, তিনটি মেগা সেন্টারে কোভিশিল্ডের প্রথম ডোজ পেয়েছেন ১৯৯৩ হাজার জন। যদি, এদিন ৫ হাজার জনের ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। কিন্তু, অনেকেই বুকিং করেও ভ্যাকসিন পাননি। কারণ, টেকনিক্যাল কারণে বুকিং পেলেও তাঁদের নাম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয়নি। এমন সমস্যা হয়েছে যাঁদের, তাঁরা আগামী সোমবার কোনও বুকিং ছাড়াই ওই পুরোনো মেসেজটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ভ্যাকসিন পাবেন, এমনটাই পুরসভার তরফে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও