মাস্কে অনীহা যাত্রীদের
ইত্তেফাক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৭:০৬
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে। এর বিপরীতে বাসে ও লঞ্চে বাড়ানো হয়েছে ভাড়া। তবে বাড়ানো হয়নি সরকারি বাহন ট্রেনে। মানতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। এদিকে ট্রেন ও দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও লোকাল বাসে তা রীতিমতো উপেক্ষিত। পাশাপাশি যাত্রীদের মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো ঢিলেঢালা ভাব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক যাত্রীর মধ্যে এখনো রয়েছে সচেতনতার অভাব। আবার অনেকে ট্রেন, বাস ও লঞ্চে উঠার পরই খুলে ফেলে মাস্ক। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বন্ধ থাকার পর দেশের সব নদীবন্দর থেকে যাত্রীবাহী নৌযান চলাচলের শুরু হয়েছে। গত শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর লঞ্চ চলাচল শুরু হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে