চারিদিকে শুধু জল, গলা ফাটে তেষ্টায়
এক কোমর জলে কতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকা যায়! চারদিকে জল থইথই। অথচ গলা শুকিয়ে কাঠ ওঁদের। তিনদিন হতে চলল পেটে কিছু পড়েনি। একটু জলও না। দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলে চোখ চকচক করে উঠছে অর্চনাদের। এই বুঝি শহর থেকে পানীয় জল এল। সমুদ্রের নোনা হাওয়ায় ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। ফ্রেজারগঞ্জের পাতিবুনিয়া গ্রামের অর্চনা, বাপি, সন্ধ্যারা দু'হাতে জল কেটে এগিয়ে চলে বড় রাস্তার দিকে। যদি একটু গলা ভেজানোর জল পাওয়া যায়।