![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-83064813,imgsize-183622/pic.jpg)
' শকুনের অভিশাপে গোরু মরে না' , তীব্র কটাক্ষ মদনের
চোখে সানগ্লাস, পরনে কালো শার্ট, জামিনের পর প্রথম লাইভে এসেই মদন মিত্রের প্রথম শব্দ, 'আমি মুক্ত।' এদিন ' কামারহাটির দাদার' কন্ঠে শোনা যায় একাধিক গান। আগামীকাল রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি, লাইভে জানান মদন মিত্র নিজেই। পাশাপাশি হালকা মেজাজে করা এই লাইবে অতি সুক্ষভাবে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি মদন। বলেছেন, ' শকুনের অভিশাপে কী আর গোরু মরে!'