সালমানের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা:
রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির সমালোচনা করায় কমল আর খানের বিরুদ্ধে মামলা করেছেন সালমান খান। কমল আর খানও ছেড়ে দেওয়ার মানুষ নন। তিনি সালমানের বিরুদ্ধে আইনিভাবেই লড়বেন বালে জানিয়েছেন। বহু বলিউড সেলেব নাকি তাকে ফোন করে সমর্থন জুগিয়েছেন সালমানের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার পথে। তাই এই লড়াই তিনি চালিয়ে যাবেন!
ভারতীয় গণমাধ্যমকে কেআরকে জানিয়েছেন, তিনি তার কাজটা সততার সঙ্গে করে চলেছেন। তাই তার বিশ্বাস, কোনোরকম অন্যায় তিনি করেননি। সুতরাং ভাইজানের কাছে তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসেনা। সালমানের সঙ্গে এই আইনি বিবাদে তিনি নাকি প্রায় ২০ জন নামি বলি-ব্যক্তিত্বেরও সমর্থন পেয়েছেন বলে দাবি করলেন কামাল।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- সিনেমা
- ক্ষমা
- অভিনেতা
- সালমান খান
- কমল আর খান
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে