![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F91cae7bb-7b21-419b-80a7-cc794eda3ad9%252F41c3c22d-1867-4a85-9d77-c963fdbbc4b8.jpg%3Frect%3D0%252C144%252C1280%252C672%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
চাকরিপ্রার্থীদের কাজ বা বেকার ভাতা দেওয়ার দাবি
চাকরিপ্রার্থীদের কাজ দিতে অথবা বেকার ভাতা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছ জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট-অপচয়-ভোগ-বিলাস-অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ এবং করোনায় কর্মহীন-আয়হীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার দাবি জানানো হয়।