![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Freligion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Famal-20210529143716.jpg)
জান্নাতে যাওয়ার সহজ আমল যে কারণে ছেড়ে দেয় মানুষ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১৪:৩৭
সুনিশ্চিত জান্নাত পেতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দুইটি আমল খুবই সহজ। কিন্তু আমল দুইটি করার মতো মানুষের সংখ্যা খুবই কম। কেন আমল দুইটি করা হয় না তা-ও বলেছেন বিশ্বনবি। সেই আমল দুইটি কী এবং তা না করার কারণই বা কী?
হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুইটি বিষয় বা দুইটি অভ্যাসের (আমলের) প্রতি যে মুসলিম (নিয়মিত) খেয়াল রাখবে সে নিশ্চয়ই জান্নাতে যাবে।