 
                    
                    শুভ জন্মদিন হুমায়ুন ফরীদি
                        
                            বার্তা২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ মে ২০২১, ১৩:৪৪
                        
                    
                জাত অভিনেতা ছিলেন হুমায়ুন ফরীদি, রক্তে মিশে ছিলো অভিনয়, নাট্য জগতের সবাই বুঝে ফেলেছিলো ধূমকেতুর জন্ম হয়েছে, একদিন শাসন করবে এই যুবক। সেদিনের হিসেব এক চিলতেও ভুল হয়নি, টানা তিন দশক তার ম্যাজিকাল অভিনয় বুঁদ করে রেখেছিলেন পুরো বাঙালি অভিনয় প্রিয় জাতিকে।
 
                    
                 
                    
                