Arjun Kapoor। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি Sandeep Aur Pinky Faraar। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে ফের একবার জুটি বেঁধেছেন Parineeti Chopra এবং অর্জুন কাপুর। দর্শক মহল তো বটেই এই ছবিতে অর্জুনের অভিনয়ের প্রশংসা করেছেন ফিল্ম সমালোচকরাও। কেরিয়ারে আচ্ছে দিন ফিরতেই চলতি মাসের শুরুতে নিজেকে এক বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন Arjun Kapoor। গাড়ি হল, বাড়ি না হলে চলে! উঁহু, মোটেই না। তাই এবার পছন্দের বাড়িও কিনে ফেললেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রাতে বিলাসবহুল স্কাই-ভিলা কিনলেন তিনি। সি-ফেসিং ৪ বিএইচকে-র এই ভিলার দাম পড়েছে প্রায় ২০-২৩ কোটি টাকা।
You have reached your daily news limit
Please log in to continue
মালাইকার সঙ্গে অন্তরঙ্গতা বাড়াতে এমনটাই করলেন Arjun Kapoor!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন