![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fimrul-20210529124556.jpg)
করোনা পজিটিভ ইমরুল কায়েস ও তুষার ইমরান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১২:৪৫
প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুর ৭২ ঘন্টা আগে দুঃসংবাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দল দুটির অন্যতম সিনিয়র সদস্য ইমরুল কায়েস আর তুষার ইমরান করোনা পজিটিভ।
ঢাকা প্রিমিয়ার লিগের কো অর্ডিনেটর আমিন খান আজ মধ্যাহ্নে জাগো নিউজকে জানিয়েছেন, ব্রাদার্স ইউনিয়নের অন্যতম সিনিয়র ক্রিকেটার তুষার ইমরান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টপঅর্ডার ইমরুল কায়েস কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। এছাড়া শেখ জামালের ম্যানেজার টিপুও কোভিড পজিটিভ।