![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcournt-20210529113935.jpg)
৩০ কার্যদিবসে নিম্ন আদালতে ভার্চুয়ালে জামিনে মুক্ত ৪৯,৯০৫ জন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১১:৩৯
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারঘোষিত চলমান ‘লকডাউন’-এর মধ্যে দেশের নিম্ন আদালতগুলোর কার্যক্রম চলছে ভার্চুয়াল মাধ্যমে। বৃহস্পতিবার (২৭ মে) ভার্চুয়াল পদ্ধতিতে সারাদেশে ৩ হাজার ১৯০টি ফৌজদারি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এতে জামিন পান ১ হাজার ৪০৭ জন হাজতি।