![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbogra-20210528192805.jpg)
নারী নির্যাতন মামলা করে বিপাকে বাদী
বগুড়ার শেরপুরে নারী নির্যাতন মামলা করে বিপাকে পড়েছেন জহুরা আক্তার জুঁই নামের এক নারী। প্রভাবশালী আসামি ও তার স্বজনরা মামলাটি প্রত্যাহার করতে অব্যাহতভাবে হুমকি-ধমকি দিচ্ছেন ওই নারীকে। অন্যথায় তার প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তিনি।
শুক্রবার (২৮মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে