অ্যালোভেরা বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য নিয়ম করে খান কেউ কেউ। এ ছাড়া রূপচর্চার জন্যও এটি ব্যবহার করা হয়। বাজারে এখন সারা বছরই অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। তবে যারা নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন, তারা চাইলে এটি টবে চাষ করতে পারেন।
অ্যালোভেরার একটি পাতা থেকেই হবে গাছ। এটি চাষে খুব বেশি যত্ন নেয়ারও প্রয়োজন নেই। জেনে নিন টবে অ্যালোভেরা চাষ পদ্ধতি।