ত্রাণ দেবে প্রশাসন, নেতারা নন: মমতা
তাহলে কি ত্রাণ-দুর্নীতি স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সুন্দরবনের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ত্রাণের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু ত্রাণের কাজ করবে প্রশাসন। দল তাতে জড়িত থাকবে না। আমফানের পর শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
আমফানের পর ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নামও সামনে এসেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ক্ষতিপূরণ দেবে শুধুমাত্র প্রশাসন। নেতারা এর সঙ্গে আর যুক্ত হবেন না। ইয়াসের পরেও সে কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র প্রশাসনই ত্রাণ দেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।