![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/05/28/image-247218-1622186930.jpg)
করোনার ভারতীয় ধরন সন্দেহে গোপালগঞ্জের ১৫ নমুনা আইইডিসিআরে
করোনার ভারতীয় ধরন সন্দেহে জিনম সিকোয়েন্সের জন্য ১৫টি নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিআর) পাঠিয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এসএম সাকিবুর রহমান। শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ এ নমুনা আইইডিসিআরে পাঠায়।